জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে কুষ্টিয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল ৯টায় কালেক্টরেট চত্ত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা। পরে সেখান থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াদুদের সভাপতিত্বে এ সময় কুষ্টিয়া বিআরটিএর সহকারী পরিচালক আতিকুল আলম, কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বক্তব্য রাখেন।
বক্তারা সড়ক নিরাপদ রাখতে জনসচেতনতা বাড়ানোর ওপর তাগিদ দেন। এছাড়াও উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নূরুন্নবী বাবু, সহ-সাধারন সম্পাদক সাইদুর রহমান রুবেল, ফরহাদ হাসান সুমন, অর্থ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, সদস্য খন্দকার সোহেল টানু প্রমূখ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/e9v2