নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিতের দাবিতে কুষ্টিয়ায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখা। আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) দুপুরে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা ও কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি অ্যাড. শামিম উল হাসান অপু, কে এম জাহিদ, আমজাদ হোসেন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক মিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে রোড সাইন, ট্রাফিক সিগন্যাল, জেব্রা ক্রসিং, ফুটপাত এবং থ্রি হুইলার চলাচলের জন্য আলাদা রাস্তা নির্মাণ জরুরি। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।’
স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
১. সব সড়কে নিরাপদ ফুটপাত নির্মাণ
২. গুরুত্বপূর্ণ মোড় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং
৩. প্রতিটি মোড়ে ট্রাফিক সিগন্যাল
৪. সড়ক নিরাপত্তা পর্যবেক্ষণে সিসি ক্যামেরা
৫. থ্রি হুইলারের জন্য মহাসড়কের পাশে পৃথক লেন
প্রকৌশলী মনজুরুল করিম আশ্বস্ত করেন, দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।