English

29.6 C
Dhaka
শনিবার, আগস্ট ৩০, ২০২৫
- Advertisement -

কুষ্টিয়ায় নিসচা’র পথসভা ও লিফলেট বিতরণ

- Advertisements -

কুষ্টিয়া প্রতিনিধি: “সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় পথসভা ও লিফলেট বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখা। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় শহরের মজমপুর গেটে ট্রাফিক অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নুরুন্নবী বাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিজ্ঞ স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা আবু বকর সিদ্দিক, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সিনিয়র সাংবাদিক লাকি মিজান ও প্রতিষ্ঠাতা সভাপতি কে এম জাহিদ।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা শাখার সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আতাউল গনি উসমান, কুষ্টিয়া জেলা কৃষকদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপু, নিসচা কুষ্টিয়া জেলা শাখার মীর আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক অঞ্জন কৃষ্ণশীল শুভ, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলাইন এলিন প্রমুখ।

প্রধান অতিথি এ্যাড. শামিম উল হাসান অপু বলেন, “বাংলাদেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অগণিত প্রাণহানি ঘটছে। একটি দুর্ঘটনা শুধু জীবন কেড়ে নিচ্ছে না, বরং অনেক পরিবারের স্বপ্ন ও সুখ-শান্তি ধ্বংস করছে। তাই দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রয়োজন।”

এছাড়াও বক্তরা বলেন, “সবাই মিলে সচেতন হলে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। নিয়ম মেনে গাড়ি চালালে এবং ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।”

অনুষ্ঠানে লিফলেটে উল্লেখ করা হয়— ট্রাফিক আইন আপনার সুরক্ষার ঢাল। দ্রুতগতি নয়, নিরাপত্তাই হোক অগ্রাধিকার। হেলমেট পরুন, সিটবেল্ট বাঁধুন, মোবাইল ফোন নয়—চোখ রাখুন সড়কে। মাদকাসক্ত চালকই দুর্ঘটনার মূল কারণ। জেব্রা ক্রসিংএ গাড়ি থামান, পথচারীকে পারাপারের সুযোগ দিন।
একটুখানি ধৈর্য বাঁচাতে পারে শত প্রাণ।

শেষে সকলের প্রতি আহ্বান জানানো হয়, “আজ আমরা প্রতিজ্ঞা করি—সড়ক দুর্ঘটনা রোধে ঐক্যবদ্ধ থাকব।”
এছাড়াও উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি ফরহাদ হাসান সুমন, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহফুজ্জামান তিতাস, দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমান, প্রচার সম্পাদক মিরাজুল ইসলাম, প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহামুদ আল হাফিজ অভি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম রিপন, সমাজকল্যাণ ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মিথুন আলী, যুব বিষয়ক সম্পাদক সানজান ইসলাম প্রেম, কার্যকারী সদস্য খন্দকার সোহেল টানু প্রমূখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kd0i
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন