নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া হাই স্কুলের হল রুমে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা ও কুষ্টিয়া হাই স্কুলের সভাপতি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু এবং সঞ্চালনা করেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল।
ক্যাম্পেইনের প্রধান অতিথি ছিলেন বিআরটিএ কুষ্টিয়ার সহকারী পরিচালক (ইঞ্জি.) আতিয়ার রহমান। তিনি বলেন, “সকলকে সড়ক আইন জানতে ও মানতে হবে। আইন মানলে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
সভাপতির বক্তব্যে অ্যাড. শামিম উল হাসান অপু বলেন, “সড়ক পারাপারের সময় চোখ-কান খোলা রাখতে হবে। হেডফোন কানে দিয়ে তড়িঘড়ি করে রাস্তা পার হওয়া বিপজ্জনক। ডান-বাম-ডান দেখে নিশ্চিত হয়ে তারপর রাস্তা পার হতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষিকা শাবানা ইয়াছমিন, নিসচা কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা আবু বকর সিদ্দীক ও সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু।
এছাড়াও বক্তব্য রাখেন কুষ্টিয়া হাই স্কুলের শিক্ষক আব্দুল আলীম, শিক্ষিকা সেলিনা পারভীন এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার যুব বিষয়ক সম্পাদক সানজন ইসলাম প্রেম, কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম লিটন, নাজমুল হাসান খান, আব্দুস সালাম প্রমুখ।
ক্যাম্পেইনে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সড়ক গড়ার আহ্বান জানানো হয়। এর পূর্বে সড়ক সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করা হয়।