English

32.4 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
- Advertisement -

কেডিএকে লাল কার্ড, শিপইয়ার্ড সড়কে ধানের চারা রোপণ করে নিসচা শাখার প্রতিবাদ

- Advertisements -

খুলনা: খুলনার শিপইয়ার্ড সড়ক নির্মাণ প্রকল্পের কাজ চালুর দাবিতে সড়কে ধানের চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে (কেডিএ) লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখা। কর্মসূচিতে খুলনার নাগরিক নেতা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতারা সংহতি প্রকাশ করেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে রূপসা সেতুর পশ্চিম পাশে শিপইয়ার্ড সড়কে এসব কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন।

নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন।

এ সময় প্রধান বক্তা ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু,  আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, বাংলাদেশ সংবাদ সংস্থার খুলনা সংবাদদাতা মোহাম্মদ নুরুজ্জামান,খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মোস্তফা কামাল, খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের প্রতিষ্ঠাতা সালেহ উদ্দিন সবুজ, উপদেষ্টা বঙ্গরাজ দেলোয়ার, ইউনাইটেড খুলনার সাধারণ সম্পাদক মো. মোজাহিদুর রহমান, ৩১ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক মো. ফিরোজ মাহমুদ, সহকারী সেক্রেটারী শহিদুল ইসলাম উজ্জ্বল, ইসলামী আন্দোলনের ৩১ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মোহাম্মদ কবির হোসেন, যুব আন্দোলনের সহ সভাপতি মো. লাবলু সরদার, ছাত্রদলের সদর থানার সদস্য সচিব আব্দুস সালাম, রূপসা সেতু সংলগ্ন হক সুপার মার্কেটের সভাপতি মজিবুর রহমান, যুবদল নেতা রেজাউল, নিসচার খুলনা মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মো. আবু মুছা, প্রকাশনা সম্পাদক তানজীম আহমেদ, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবীর, মো. এম এ সাদী, আব্দুল্লাহ আল মামুন, রোদেলা আক্তার রেশমী, কাজী আব্দুল ওয়াহাব, মোঃ চুন্নু খন্দকার, হোসেন মাহমুদ বাচ্চু, মোঃ সাখাওয়াত হোসেন স্বপন,  ইউনানী মেডিকেল কলেজের শিক্ষার্থী জাহিদুর রাহমান।

এ সময় বক্তারা বলেন, খুলনার অন্যতম ব্যস্ত সড়ক রূপসা ট্র্যাফিক মোড় থেকে খানজাহান আলী (র.) সেতু পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার পথ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ ১২ বছরেও সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত, উঁচু-নিচু ভাঙাচোরা রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ সড়ক নির্মাণ প্রকল্পের কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্সের গাফিলতি ও অনিয়মের কারণে সড়কের কাজ শেষ হয়নি। ফলে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করেছে। ঠিকাদার প্রতিষ্ঠানের লুটপাতের কারণে যে টুকু কাজ সম্পন্ন হয়েছে তা নিম্নমানের। বর্তমানে সড়কটিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে তাতে পানি জমেছে। সড়কের দুইপাশ খুঁড়ে বছরের পর বছর ফেলে রাখায় জনদুর্ভোগ চরমে উঠেছে। এক কথায় সড়কটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ ১২ বছর ধরে এই গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার না হওয়ায় নগরবাসীর চলাচল ও নিরাপত্তা প্রায় বিলীন হওয়ার মতো পরিস্থিতিতে। আজকের এই ধানের চারা রোপণ ও লাল কার্ড প্রদর্শন কর্মসূচি শুধু একটি প্রতীকী প্রতিবাদ নয়, এটি নাগরিকদের দীর্ঘমেয়াদি অধিকার ও নিরাপদ সড়কের দাবি প্রদর্শনের প্রতীক।

প্রকল্পে এতো ধীরগতি ও ব্যর্থতার পরও কেন ঠিকাদারকে প্রায় ৭০ কোটি টাকা প্রদান করা হলো? কেন তাদের জবাবদিহির আওতায় আনা হলো না? কেডিএর কাছে এমন প্রশ্ন তোলেন বক্তারা।

তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, শিপইয়ার্ড সড়ক প্রকল্প বাস্তবায়ন না হওয়ার দায় কেডিএ ও ঠিকাদারী প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স এড়াতে পারে না। এ প্রকল্পের সাথে যারা জড়িত সবার বিচার করতে হবে।

সংশ্লিষ্টদের প্রতি অবিলম্বে এই সড়কের কাজ সম্পন্নের আহবান জানিয়ে বক্তারা দ্রুত সময়ের মধ্যে সড়কটির নির্মাণ কাজ পুনরায় চালু করা না হলে কেডিএ ও ঠিকাদারী প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের বাড়ি ঘেরাও করার হুমকি দেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5j8g
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন