ডুমুরিয়া খুলনা প্রতিনিধি: মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্য কে নিয়ে ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই এর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১লা ডিসেম্বর ২০২৫ সোমবার সকাল ১১ টায় ডুমুরিয়া বাস স্ট্যান্ড এলাকা থেকে র্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুদ রানা অফিসার ইনচার্জ ডুমুরিয়া থানা, মোঃ নুরুজ্জামান অফিসার ইনচার্জ খর্নিয়া হাইওয়ে থানা , রানা আহমেদ সার্জেন্ট খুলনা জেলা পুলিশ,এ সময় আরও উপস্থিত ছিলেন,নিসচা’র ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কাইয়ুম জমাদ্দার,পৃষ্ঠপোষক মোঃ এনায়েত হোসেন শেখ, মমিনুর রহমান গোলদার,নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি শাহজাহান জমাদ্দার, গাজী আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মনিরুল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক, জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক,জাহাঙ্গীর আলম মুকুল,সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ খান, যুব বিষয়ক সম্পাদক,গাজী সোহেল আহমেদ,কার্যকরী সদস্য, নাসির উদ্দিন বাগাতী, এম এম আব্দুল জলিল, জুয়েল বিশ্বাস, তন্ময় অধিকারী, হুসাইন আহমেদ, হাবিবুর রহমান খান, মোঃ মুজাহিদুল ইসলাম সেতু, মোঃ বিল্লাল হোসেন, মোঃ শাহরুজ্জামান সবুজ, এম এ জলিল, আব্দুর রহমান বেপারী, আলিমুল ইসলাম, ডঃ আলমগীর হোসেন, রাশেদুজ্জামান, পরিবহন চালক, শ্রমিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
