English

25 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
- Advertisement -

চন্দ্রগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

- Advertisements -

‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’’ এই স্লোগানে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১০টায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক পদক্ষিণ করে সিএনজি ফিলিং স্টেশন মোড় থেকে পুনরায় হাইওয়ে থানার সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় যানবাহনের চালক, হেলপারসহ যাত্রী ও পথচারীদের মধ্যে জনসচেতনতামূলক লিপলেট বিতরণ করে নিসচা’র সদস্যরা। নিসচা’ চন্দ্রগঞ্জ থানা কমিটি ও চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ যৌথভাবে দিবসটি পালন করে।
ব্যান্ড দলের তালে তালে অনুষ্ঠিত বর্ণাঢ্য এ র‌্যালিতে ‘‘নিরাপদ সড়ক চাই’’ চন্দ্রগঞ্জ থানা কমিটির বিপুল সংখ্যক সদস্য, যানবাহনের শ্রমিকবৃন্দ, পথচারী লোকজন, প্রশাসনের কর্মকর্তাবৃন্দরা অংশগ্রহণ করেন।
পরে ‘‘নিচসা’’ চন্দ্রগঞ্জ থানা কমিটির সভাপতি সাংবাদিক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিআই) মৃদুল কান্তি কুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয়পার্টির সিনিয়র সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, নিসচা’ চন্দ্রগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সহ-সভাপতি গৌতম মজুমদার, বাবু সমীর কর্মকার প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম, ওবায়দুল হক হিরণ, নিসচা’ চন্দ্রগঞ্জ থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম বিত্ত, জাতীয়পার্টির ইউনিয়ন সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মানিক, নিসচা’ চন্দ্রগঞ্জ থানা কমিটির দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক সাংবাদিক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসাইন আরাবি, অর্থবিষয়ক সম্পাদক তানভীর আহমেদ রিমন, সবুজ বাংলাদেশ’ চন্দ্রগঞ্জ থানা কমিটির সভাপতি ইমরান হোসেন প্রমূখ।
এসময় বক্তারা নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সূচনায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের কর্মময় জীবন ও মরহুমা জাহানারা কাঞ্চনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, যত গতি, তত ক্ষতি। তাই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ রাখার আহ্বান জানান সবাই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ac98
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন