ইসমাইল হোসেন, সাভার থেকেঃ “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়”, “নিয়ম মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি”। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কথাগুলো সকলের মাঝে ছড়িয়ে দিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার থানা শাখার সড়কযোদ্ধাদের ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ দিবস উপলক্ষ্যে মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ১৯শে অক্টোবর বুধবার সাভার উপজেলা চত্বরে জনসচেতনতামূলক পোষ্টার লাগানোর উৎসব চলছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/6at1