শাহাদাৎ হোসেন সরকারঃ জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের আশু রোগমুক্তি কামনায় আশুলিয়ায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় আশুলিয়ার পল্লীবিদ্যুৎ পুকুর পার এলাকায় একটি মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ আয়োজনে নেতৃত্ব দেন ‘নিরাপদ সড়ক চাই’ কেন্দ্রীয় সদস্য জিএম মিন্টু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিসচার আশুলিয়া থানা শাখার সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, কেন্দ্রীয় ও থানা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। সেই সঙ্গে দেশের সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।
নেতৃবৃন্দ বলেন, “ইলিয়াস কাঞ্চন শুধু চলচ্চিত্র জগতের তারকা নন, তিনি একজন সাহসী সমাজসংগ্রামী। দেশের সড়ক নিরাপত্তা নিশ্চিতে তাঁর ভূমিকা যুগান্তকারী। তাঁর সুস্থতা কামনায় আমাদের এ ক্ষুদ্র আয়োজন।”
উল্লেখ্য, বর্তমানে ইলিয়াস কাঞ্চন শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছেন। তার রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে নিসচার উদ্যোগে দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।