English

22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
- Advertisement -

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

- Advertisements -

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি — কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর ২০২৫, সারা দেশের মতো জয়পুরহাট জেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) জয়পুরহাট জেলা শাখার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও হেলমেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব আফরোজা আকতার চৌধুরী, তিনি বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসের সূচনা করেন এবং সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব জেসমিন নাহার, স্বাগত বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব রাজস খান ও নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার সভাপতি মো. নুর ই আলম হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি,
ট্রাফিক ইন্সপেক্টর, রেডক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি ও বিভিন্ন গণমাধ্যম কর্মী।

আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরটিএ জয়পুরহাট-এর পরিদর্শক জনাব রামকৃষ্ণ পোদ্দার।

নিরাপদ সড়ক চাই জয়পুরহাট শাখার এই উদ্যোগ সড়ক নিরাপত্তা আন্দোলনকে আরও শক্তিশালী করেছে —
ইলিয়াস কাঞ্চনের সেই স্বপ্ন “নিরাপদ সড়ক গড়ব নিজের হাতে”-র বাস্তব প্রতিফলন ঘটেছে আজকের এই আয়োজনের মধ্য দিয়ে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/x3ic
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন