জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে খুলনায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি, লিফলেট বিতরণ ও আলোচনা সভা। সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) খানজাহান আলী থানা শাখা ও গণসেবা সংস্থা যৌথভাবে আজ সকাল সাড়ে ১০টায় শিরোমণি খুলনা-যশোর মহাসড়কে এ কর্মসূচি পালন করে।
র্যালি শেষে শিরোমণির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণসেবা সংস্থার সভাপতি আকলিমা খাতুন, এবং পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই খানজাহান আলী থানা শাখার সভাপতি শেখ আব্দুস সালাম।
সভায় বক্তৃতা করেন—নিসচা খানজাহান আলী থানার সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান লিটন,
খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন মিনা মুরাদ হোসেন, মোল্লা লিমন হোসেন, এস. এম. ইলিয়াস সরদার, ইমন চৌধুরী, মো. হাদিউজ্জামান, শেখ আলমগীর হোসেন, শেখ আশরাফুল আলম, শফিকুল ইসলাম, শেখ ইমদাদুল হক, শেখ খালিদ হোসেন, শেখ মহিবুল্লাহ, শেখ সিয়াম, শেখ আসাদ, রিফাত, তৌহিদুল ইসলাম, আসলাম শেখ, মোহাম্মদ আনিস, মোহাম্মদ বাচ্চু, বাহাউদ্দিন, ইলিয়াস হোসেন, মুসা শেখ, পিয়াস প্রমুখ।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারী সবাইকে সচেতন হতে হবে। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চললেই কমবে প্রাণহানি ও সম্পদের ক্ষতি।
শেষে দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং সবাইকে নিরাপদ সড়ক গড়ার আহ্বান জানানো হয়।