নিজস্ব প্রতিবেদক: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজ ১৮ অক্টোবর ২০২৫ (শনিবার) বিকেল ৩•৩০ মিনিটে গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি, ভৈরব শাখার প্রাঙ্গণে মাধ্যমিক পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় ভৈরবের খ্যাতনামা ভৈরব পৌর পাইলট জগার্লস হাই স্কুল,কালীপুর হাই স্কুল, ভৈরব আইডিয়াল স্কুলও এমবিশন পাবলিক স্কুল সহ চারটি বিদ্যালয়ের বিতার্কিকরা অংশ গ্রহন করে। অনুষ্ঠানে বিতর্ক উপকমিটির সদস্য সচিব ও নিসচা সদস্য সুমাইয়া হামিদ দিয়া মডারেটরের দায়িত্ব পালন করেন।
সভাপতির দায়িত্বে ছিলেন নিসচা ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন।
সময় নিয়ন্ত্রণে ছিলেন নিসচা সদস্য তাসলিমা খাতুন লিসা।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নিসচার সাংগঠনিক সম্পাদক ও বিতর্ক উপকমিটির আহ্বায়ক শাহ আলম জনি।তাকে সহযোগিতা করবেন উপকমিটির সদস্য এনামুল হক। নিসচা ভৈরব শাখার নেতৃবৃন্দ জানান, নিরাপদ সড়ক গঠনে তরুণ প্রজন্মকে সচেতন ও যুক্ত করতে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিতর্ক মঞ্চের কো-অর্ডিনেটর মোঃ নূর আলম খান সুজন, জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির উপ-কার্যনির্বাহী সদস্য, মোঃ নাঈম হুদা ও জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং এসেম্বলি এর কার্যনির্বাহী সদস্য, তওসিফ আহম্মেদ মাহিন। আরো উপস্থিত ছিলেন গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমির পরিচালক সালাউদ্দিন হিমেল,
ভৈরব আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সরকারি হাজী আসমত কলেজের বাংলা বিষয়ের সিনিয়র প্রভাষক লুবনা হক ও এমবিশন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ গুপ্ত এবং উদযাপন কমিটির আহবায়ক দেলোয়ার হোসেন সুজন ও সদস্য সচিব মোঃ জাকির হোসেন বিএসসি।
উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব (ফাইনাল) অনুষ্ঠিত হবে আগামী ২২ অক্টোবর (বুধবার) সকাল ১১টায়, ভৈরব বাসস্ট্যান্ড প্যালেস পার্টি সেন্টারে। চূড়ান্ত (ফাইনাল) পর্বে টেকসই পরিবহন ও সড়ক ব্যবস্থা গড়ে তুললেই কেবল সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে। এ বিষয়ের পক্ষে সেমিফাইনাল পর্বের বিজয়ী ভৈরব এমবিশন স্কুল ও বিপক্ষে ভৈরব এমপি পৌর পাইলট গার্লস স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে। বিজিত দলের শিক্ষার্থী ও শ্রেষ্ঠ বক্তা কে নিসচার পক্ষ থেকে মুল্যবান বই উপহার দেওয়া হয়।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় ভৈরবের চারটি উচ্চবিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও নিসচার সড়কযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।