আসছে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ পালনের অংশ হিসেবে, নিরাপদ সড়ক চাই (নিসচা) জয়পুরহাট জেলা শাখার মাসব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হলো ১৫তম দিনের কার্যক্রম।
সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে আজ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পেইন, পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ এবং জনসচেতনতামূলক প্রচারাভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন— সহ-সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহাদাৎ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আবু সাইম, যুব বিষয়ক সম্পাদক মোঃ হৃদয় মন্ডল, কার্যনির্বাহী সদস্যবৃন্দ মোঃ আবু তাহের সরদার, মোঃ সাইদুল ইসলাম সকুন, ও মোঃ ফরিদুল ইসলাম ফরিদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচাই কৃষি কলেজের প্রভাষক জনাব মোঃ মশিউর রহমান।
কর্মসূচিতে সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন—“একটি দুর্ঘটনা একটি পরিবারের জন্য কতটা বেদনার, তা ভাষায় প্রকাশ করা যায় না। তাই আসুন, আমরা সবাই মিলে সচেতন হই— দুর্ঘটনামুক্ত সড়ক গড়ে তুলি।
আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।”