English

27.8 C
Dhaka
রবিবার, আগস্ট ৩১, ২০২৫
- Advertisement -

জুড়ীতে নিসচার বৃক্ষরোপণ কর্মসূচি

- Advertisements -

মৌলভীবাজারের জুড়ীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে উপজেলার কৃষ্ণনগর- বাছিরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফ। উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুহিবুর রহমান, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন, সাংবাদিক হারিস মোহাম্মদ, মোস্তাক আহমেদ, মোস্তফা কামাল, সাজিদ মিয়া, হোসাইন আহমেদ, ইমরান আহমেদ, আরিফুল ইসলাম নাদিম, মাকসুদুল ইসলাম শাফি প্রমুখ।

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম সাইফ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ইতোমধ্যে আমাদের জীবনযাত্রায় নানাবিধ সমস্যা তৈরি করছে। এই অবস্থায় আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শুধুমাত্র সরকারি বা পরিবেশবাদী সংগঠনের দায়িত্ব নয় বরং সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্তরের জনগণকে এই মহতী কাজে অংশ নিতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে, গাছের পরিচর্যা করতে হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lfi1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন