মুন্সীগঞ্জ, টংগিবাড়ী: জনস্বার্থে নিরাপদ সড়ক চাই (নিসচা) টংগিবাড়ী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রোড সাইন ও জেব্রা ক্রসিং নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ সকাল ১১টা থেকে টংগিবাড়ী থানা প্রধান ফটকের সামনে থেকে উদ্বোধন করা হয় এই প্রকল্পের। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিসচা টংগিবাড়ী উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারী, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগিবাড়ী থানা অফিসার ইনচার্জ জনাব সাইফুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপু, সহ সাধারণ সম্পাদক মাসুদ হোসেন বেপারী, প্রচার সম্পাদক জসিম শেখ, সমাজকল্যাণ সম্পাদক বাবুল শেখ, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস, কার্যকরী সদস্য আক্কাস বেপারী, কাজী তামিম, ইয়াসিন শেখ, বিপু মাদবর প্রমুখ।
নিরাপদ সড়ক চাই’র এই উদ্যোগে টংগিবাড়ী উপজেলায় পথচারী ও যানবাহনের নিরাপত্তা বৃদ্ধি লক্ষ্য করা হয়েছে। আগামীদিনে আরও বেশি মানুষ নিরাপদভাবে চলাচল করতে পারবে।
