এম জামাল হোসেন মন্ডল: মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার পক্ষ থেকে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় টংগিবাড়ী থানা প্রাঙ্গণে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নিসচা কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মুন্সীগঞ্জ জেলা কমিটির আহব্বায়ক, টংগিবাড়ী উপজেলা শাখার উপদেষ্টা এম জামাল হোসেন মন্ডলের নেতৃত্বে প্রতিনিধি দল নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তারা আগামী ২২ অক্টোবর শুরু হতে যাওয়া মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নিসচা টংগিবাড়ী উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাসুম হোসেন অপু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবুল শেখ, কার্যকরী সদস্য কাজী তামিম, কার্যকরী সদস্য সার্ভেয়ার কামাল হোসেন, কার্যকরী সদস্য আক্কাস বেপারী, কার্যকরী সদস্য সাকিল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম সংগঠনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সর্বদা পাশে থাকার আশ্বাস প্রদান করেন।