মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি ; কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টেকনাফে “জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ইং পালিত হয়েছে।
২২অক্টোবর সকাল সাড়ে ৯টায় টেকনাফ উপজেলা নিসচা ও হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে এক র্যালী বের হয়ে হ্নীলা বাসষ্টেশন প্রদক্ষিণ শেষে আবাসিক হোটেল সিকদার প্লাজা প্রাঙ্গনে নিসচা টেকনাফ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল খালেদের সভাপতিত্বে এবং দুঘর্টনা অনুসন্ধান সম্পাদত ঈসা খানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ নুরুল আবছার। বিমেষ অতিথি ছিলেন হ্নীলা বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী অধ্যাপক জহির আহমদ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা টেকনাফ উপজেলা শাখার সাধারন সম্পাদক ফায়সাল উদ্দিন খোকা, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক ফয়েজ আকবর, নুরুল আমিন, অর্থ সম্পাদক আতিকুল হাই,আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুর রহিম, অফিস সম্পাদক মোঃ দিলদার আহমদ, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউছুপ, সাংস্কৃতিক সম্পাদক কবি আজিজুর রহমান, সদস্য সিরাজুল ইসলাম, নুর মোহাম্মদ, শহিদ উদ্দিন সহ টমটম সমিতি ও সিএনজি সমিতির সদস্য বৃন্দ ।
বক্তারা বলেন নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য জনসাধারণ,চালক,বাস মালিক ও প্রশাসনের সবাইকে সম্মিলিত ভুমিকা রাখতে হবে। ৩য় বারের মতো সরকারিভাবে নিরাপদ সড়ক দিবস-২০২৫ইং পালন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। চালকদের উন্নত প্রশিক্ষণ ও ট্রাফিক আইন সম্পর্কে আরো সচেতন হবে। অদক্ষ ও মাদকাসক্ত ব্যক্তি গাড়ি চালানোর কারণে নিয়মিত সড়ক দুর্ঘটনা হচ্ছে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। তিনি আরো বলেন, নিরাপদ সড়ক চাই টেকনাফ উপজেলাড় শাখা নিরাপদ সড়ক বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার পরামর্শ দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া হ্নীলা স্টেশনে ইজারাদার আবুবকর আল মাসুদ এর অর্থায়নে দুই জন ট্রাফিক নিয়োগ সহ প্রতি মাসে একটা প্রোগ্রাম থাকবে হ্নীলা স্টেশনে ইনশাআল্লাহ।
এছাড়াও নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, নিরাপদ সড়ক চাই টেকনাফ উপজেলার সকল সদস্যরা এই অঞ্চলের সড়ক দুর্ঘটনা কমানো ও নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠালগ্ন থেকে। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে বিভিন্ন চালকদের জন্য ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন ও রাস্তার পাশে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং চিহ্নত করনও বিভিন্ন দুর্ঘটনা প্রবণ এলাকায় সচেতনামূলক বিলবোর্ড স্থাপন সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পরিশেষে সড়ক আন্দোলনের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/i5n6
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন