খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া: খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার,ক্রেচ ও ছাগল বিতরণ করা হয়েছে।
শনিবার (০৩ জানুয়ারী) দুপুরে ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে,সংগঠনের সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুলের সঞ্চালনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হুইল চেয়ার,ক্রেচ ও ছাগল বিতরণ এবং সড়ক দুর্ঘটনা রোধে ডুমুরিয়া উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত বক্তারা নিরাপদ সড়ক চাই সংগঠনের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং বলেন সড়কে মৃত্যুর মিছিল আমাদের ডুমুরিয়ায় প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমাদের সকল শ্রেণীর পেশার মানুষকে সড়ক দুর্ঘটনা রোধে ব্যাপক প্রচার প্রচারণায় দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমরা যদি সকলে সড়ক আইন সম্পর্কে সচেতন থাকি তাহলে সড়ক দুর্ঘটনা অনেক অংশে কমে আসবে।
এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)অমিত বিশ্বাস, খর্ণীয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ শেখ মো: নুরুজ্জামান চানু,নিসচা উপদেষ্টা মোল্লা মোশাররফ হোসেন মফিজ, আলহাজ্ব আব্দুল কাইউম জামাদ্দার,এস এম জাহাঙ্গীর আলম, পৃষ্ঠপোষক শেখ এনায়েত হোসেন, মমিনুর রহমান গোলদার অহিদুল ইসলাম শেখ, আলমগীর হোসেন,নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা সহ-সভাপতি শাহাজান জমাদ্দার, গাজী আব্দুল আজিজ, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ খান, কার্যকরী সদস্য শাহরুজ্জামান সবুজ, মেম্বার হাবিবুর রহমান, আব্দুল গফফার, জুয়েল বিশ্বাস,জিয়া, আব্দুর রহমান বেপারী,এম এ জলিল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
