নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার বর্ণাঢ্য আয়োজনে নিরাপদ সড়ক দিবস ২০২১ পালিত হয়েছে। জাহানারা কাঞ্চনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ,এবারের সড়ক দিবসের প্রতিপাদ্য বিষয় গতিসীমা মেনে চলি, ‘সড়ক দুর্ঘটনা রোধ করি” স্লোগানকে সামনে রেখে বলেন, নিরাপদ সড়ক চাই এখন সময়ের দাবি। আমরা কেউ সড়কে মৃত্যু চাইনা, শান্তি চাই।
গতকাল শুক্রবার সকাল ১০ টায় ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্ত্বরে ডুমুরিয়া থানা পুলিশ, ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন , চুকনগর (খর্নিয়া) হাইওয়ে থানা পুলিশ, খুলনা জেলা ট্রাফিক পুলিশ এবং নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
নিসচা’র উপজেলা শাখা আহ্বায়ক খান মহিদুল ইসলামের সভাপতিত্বে র্্যলি,আলোচনা সভা ও মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, চুকনগর (খর্নিয়া) হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদি হাসান,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম, নিসচা উপদেষ্টা নুরুল ইসলাম খান, যুগ্ম-আহ্বায়ক গাজী আব্দুল আজিজ, সদস্য সচীব মাসুম গাজী সদস্য শাহেদ শরীফ রায়হান বাবু, নাজমুল হোসেন বিশ্বাস বকুল, সবুজ দাস, খান আরিফুজ্জামান নয়ন, এস,কে বাপ্পী নজরুল গোলদার, মিলন মোড়ল, জুয়েল বিশ্বাস, সোহেল গাজী, নাসিম গাজী, আব্দুর রহমান, মুজাহিদুল ইসলাম সেতু, সরদার শরিফুল ইসলাম, আফজাল হোসেন প্রমুখ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/438q
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন