English

26.7 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫
- Advertisement -

ঢাকা আরিচা মহাসড়কে নিসচা সাভার উপজেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি

- Advertisements -

ইসমাইল হোসেন, সাভার থেকেঃ আজ ২১শে সেপ্টেম্বর রবিবার ঢাকা-আরিচা মহাসড়কের অন্যতম ব্যস্ততম ও যানজটপূর্ণ এলাকা আমিনবাজারে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার উপজেলা শাখা।

কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কের ওপর গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান অপসারণ, লোকাল গাড়িগুলোকে বাধ্যতামূলকভাবে সার্ভিস লাইন ব্যবহার করতে উদ্বুদ্ধ করা, উল্টো পথে গাড়ি চলাচলে বাধা প্রদান এবং মহাসড়কে অবৈধ পার্কিং না করার জন্য চালক ও দোকানিদের সচেতন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আমিনবাজার পুলিশ বক্সের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জনাব বিমল সরকার এবং সার্জেন্ট মামুন খান। তাঁরা সড়কে শৃঙ্খলা ফেরাতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের এ ধরনের উদ্যোগকে ইতিবাচক বলে অভিহিত করেন।

নিসচা সাভার উপজেলা শাখার নেতৃবৃন্দ জানান, আমিনবাজার মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম সড়ক হওয়ায় এখানে নিয়ম-শৃঙ্খলা প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। ভ্রাম্যমাণ দোকান, উল্টো পথে গাড়ি চলাচল এবং অবৈধ পার্কিং যানজটের প্রধান কারণ। তাই নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি ও আইন প্রয়োগের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব।

সচেতনতা কার্যক্রমে স্থানীয় পরিবহন শ্রমিক, দোকানি ও যাত্রী সাধারণ অংশগ্রহণ করেন। উপস্থিত সকলে নিরাপদ সড়ক গড়ার জন্য নিয়ম মেনে চলার অঙ্গীকার করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/x7pd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন