সোহেল, দাগনভূঞা থেকে: নিরাপদ সড়ক চাই (নিসচা) দাগনভূঞা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় জাতীয় নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা ও সংগঠনের চেয়ারম্যান জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় দোয়া, আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস যথাযথভাবে পালনের পরিকল্পনা এবং সড়ক দুর্ঘটনা রোধে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উক্ত সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন— নিসচা দাগনভূঞা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদ, সহ-সভাপতি নূরুল আফসার, সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল, সমাজকল্যাণ সম্পাদক আবদুল মতিন, সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, কার্যনির্বাহী সদস্য কামাল উদ্দিন, মোঃ জহিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার নিসচার কার্যক্রমের প্রশংসা করেন এবং সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।