English

29 C
Dhaka
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
- Advertisement -

দাগনভূঞায় সড়ক নিরাপত্তা জোরদারে ‘নিসচা’-এর ১০ দফা দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর

- Advertisements -

সোহেল, দাগনভূঞা থেকে: সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাগনভূঞা উপজেলা শাখা বুধবার দাগনভূঞা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শাহীদুল ইসলাম–এর সাথে মতবিনিময় সভা করে গুরুত্বপূর্ণ ১০ দফা জনকল্যাণমূলক দাবি লিখিতভাবে পেশ করেছে।

উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে— নিসচা ট্রেনিং ইনস্টিটিউটের জন্য উপযুক্ত জায়গা বরাদ্দ
যাতে জনসচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও শক্তিশালীভাবে পরিচালনা করা যায়। স্থায়ী সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন সড়ক নিরাপত্তা বিষয়ে জনগণকে নিয়মিত সচেতন করতে। একজন সার্জেন্টসহ ট্রাফিক পুলিশ নিয়োগ
দাগনভূঞা উপজেলার সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। দাগনভূঞা জিরো পয়েন্ট থেকে সিএনজি স্ট্যান্ড অপসারণ এলাকার যানজট নিরসন ও সড়ক স্বস্তিদায়ক করতে।

ফুটওভার ব্রিজে ছাউনিসহ গ্রিল স্থাপন বৃষ্টি-রোদে পথচারীদের সুরক্ষা নিশ্চিত করতে। ডাকবাংলা ও পুরাতন থানা সড়কটি আরসিসি ঢালাই করে সংস্কার গুরুত্বপূর্ণ বাইপাস সড়ক হিসেবে ব্যবহারযোগ্য করতে। শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রয়োজনীয় স্থানে জেব্রা ক্রসিং স্থাপন শিক্ষার্থীদের নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত করতে।

এ সময় উপস্থিত ছিলেন— সভাপতি দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল, সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান খোকন, কার্যকরী সদস্য গোলাম রসুল মেনন, মোঃ জহির, এমরান চৌধুরী প্রমুখ।

সভা শেষে নিসচা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিরাপদ স্মরণীকা উপহার দেওয়া হয়।

নিসচা দাগনভূঞার এই উদ্যোগ সড়ক নিরাপত্তা আন্দোলনকে আরও এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4swx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন