বগুড়া প্রতিনিধি: “নিরাপদ সড়ক চাই” (নিসচা) বগুড়া জেলা শাখার আয়োজনে মাসব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করা হয়েছে। মাসব্যাপী নানা আয়োজনের অংশ হিসেবে শুক্রবার (৩১ অক্টোবর) বগুড়ার একটি মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে জনসভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
শেষ দিনের এ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তারা নিরাপদ সড়ক গড়ার শপথ গ্রহণ করে এবং সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক বক্তব্য শোনে। কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা শুধুমাত্র পুলিশের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সামাজিক দায়বদ্ধতা। প্রত্যেক চালক, পথচারী ও যাত্রীকে নিয়ম মেনে চললেই দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।
নিসচা বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক বলেন, “গত এক মাস ধরে জেলার বিভিন্ন স্থানে আমরা ট্রাফিক ক্যাম্পেইন, পোস্টার ও লিফলেট বিতরণ, রিকশা-ভ্যানচালকদের নিয়ে সচেতনতামূলক আলোচনা, স্কুল-কলেজ ও মাদ্রাসাভিত্তিক সড়ক নিরাপত্তা ক্লাসসহ নানা কর্মসূচি পালন করেছি। এসব আয়োজনের মাধ্যমে আমরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে চেয়েছি।”
“আমাদের প্রেরণা ও শক্তির উৎস হচ্ছেন নিসচা’র প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তাঁর নেতৃত্বে সড়ক নিরাপত্তা আন্দোলন আজ দেশব্যাপী এক মহৎ সামাজিক উদ্যোগে পরিণত হয়েছে। আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।”
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করে ও মোনাজাতে অংশ নেয়।
ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উক্ত মাদ্রাসার আলেম।
উল্লেখ্য, ১ অক্টোবর থেকে শুরু হওয়া এ মাসব্যাপী কর্মসূচির আওতায় নিসচা বগুড়া জেলা শাখা শহরের সাতমাথা, গাবতলী বাস টার্মিনাল, শেরপুর মোড়, নন্দিগ্রাম, সোনাতলা ও মহাস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রোড ক্যাম্পেইন, ট্রাফিক সচেতনতা পোস্টার টাঙানো, পথচারী ও চালকদের পরামর্শ প্রদানসহ নানা কার্যক্রম পরিচালনা করেছে।
এই আয়োজনের মধ্য দিয়ে নিসচা বগুড়া জেলা শাখা তাদের মাসব্যাপী কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করে এবং আগামীতেও সড়ক নিরাপত্তা বিষয়ে আরও ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক ভাবে সহযোগীতা করে, রবিউল, আজম, আরিফুল, ফিরোজ ও আক্কাস আলী।

