ধামরাই ঢাকা: ধামরাইয়ে সড়ক দুর্ঘটনা রোধকল্পে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন। বুধবার ০১ অক্টোবর বিকেলে এ কর্মসূচি পালন করেছেন নিরাপদ সড়ক চাই(নিসচা)ধামরাই উপজেলা শাখা।
জানা গেছে, আসছে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতার লক্ষ্যে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করবে।
তারই ধারাবাহিকতায় ট্রাফিক সপ্তাহ পালনের উদ্বোধন করেন। উক্ত আয়োজনে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: সালেহ আহমেদ।
এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে সালেহ আহমেদ বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা সর্বত্র চেষ্টা করে যাচ্ছি। সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন আয়োজন করা হয়। সড়ক আইন বাস্তবায়নে নিরাপদ সড়ক চাই সংগঠন এর নেতৃবৃন্দ আমাদের পাশে থেকে সহযোগিতা করেন। আজকের আয়োজনটি সত্যি প্রশংসার।
এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন,সংগঠনের সভাপতি এম.নাহিদ মিয়া,উদযাপন কমিটির আহবায়ক রাফিজুল ইসলাম সদস্য সচিব সৈয়দ ইমন,পরিবহন শ্রমিক,মালিক সুশীল ব্যক্তিবর্গসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।