মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুরাইয়া মমতাজ–এর সঙ্গে নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গীবাড়ি উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ ডিসেম্বর ২০২৫, রোববার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং উপজেলার সার্বিক সড়ক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, টঙ্গীবাড়ী উপজেলাকে যানজটমুক্ত রাখতে সড়কে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে নির্বাচনকালীন সময়ে জরুরি যান চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে অটো ও মিশুক চালকদের নিয়ন্ত্রণে পূর্বে নেওয়া পদক্ষেপগুলো অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
এসময় নিসচা টঙ্গীবাড়ি উপজেলা শাখার পক্ষ থেকে সড়ক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয় এবং ভবিষ্যতেও প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন নিসচা টঙ্গীবাড়ি উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারী, সাধারণ সম্পাদক মো. মাসুম হোসেন অপু, প্রচার সম্পাদক জসিম শেখ, প্রকাশনা সম্পাদক সামসুদ্দিন তুহিন, সমাজকল্যাণ সম্পাদক বাবুল শেখ, কার্যকরী সদস্য সার্ভেয়ার কামাল, সুমন মোল্লা, শাকিল ফকির, আক্কাস বেপারী, কুদ্দুস শেখ, বিপু মাদবর, শাহজাহান বেপারীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভা শেষে নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রশাসন ও নিসচার যৌথ উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
