English

24 C
Dhaka
রবিবার, মে ১২, ২০২৪
- Advertisement -

নান্দাইলে নিসচার ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

- Advertisements -

নান্দইলে নিরাপদ সড়ক চাই (নিসচা) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে নান্দাইল চৌরাস্তায় মাসুম এন্টারপ্রাইজে আলোচনা সভা, চৌরাস্তা চত্তরে বর্ণাঢ্য র‌্যালী ও লিফলেট বিতরণের মাধ্যমে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। পরে নান্দাইল শাখার দ্বিবার্ষিক কমিটির পরিচিতি ও পরিচয় পত্র বিতরণ করা হয়।

Advertisements

নিরাপদ সড়ক চাইল নান্দাইল শাখার সভাপতি আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ফয়সাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ জুয়েল।

Advertisements

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান, সংগঠনের উপদেষ্টা নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, সাংবাদিক এবিসিদ্দিক খসরু, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি রমেশ কুমার পার্থ, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা রতন ভূইয়া প্রমূখ। এসময় সংগঠনের সিনিয়র সহ সভাপতি নূরুল কবির, মাসুদ রানা, যুগ্ম সম্পাদক শহিদ ভূইয়া, শফিকুল ইসলাম জুটন, অর্থ সম্পাদক মিজানুর রহমান খানসহ সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সড়ক নিরাপদের আন্দোলন আমাদের সবার। আমরা সচেতন হলে সড়ক নিরাপদ হবে। বর্তমান সরকার নিরাপদ সড়ক নিশ্চিত করতে আন্তরিক ভাবে কাজ করছে। আমরা সড়কে মৃত্যু চাই না, সবাইকে সড়ক আইন মেনে পথ চলতে হবে। মনে রাখতে হবে সামান্য অসতর্কতা একটি পরিবারের সারা জীবনের কান্না। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চলাচলকারী পরিবহন শ্রমিক, যাত্রীও জনসাধারণের মাঝে নিসচা সদস্যরা সড়ক আইন সম্বলিত প্রচারপত্র তুলে দেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন