বগুড়া জেলার জেলা প্রশাসক জনাব জিয়াউল হক বলেছেন, নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিতে সবাইকে সচেতন হতে হবে। সকলে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলেই সড়ক দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে। তিনি বলেন, নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে শুধু চালক নয়, চালক/মালিক/শ্রমিক/ জনসাধারণ সকলকে সমানভাবে সচেতন হতে হবে।
২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির প্রতিনিধিবৃন্দের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এসময় নিসচা বগুড়া জেলা কমিটির উদ্যোগে ২১ অক্টোবর রোজ বুধবার সকাল ১১.৩০ ঘটিকায় ঐতিহাসিক সাতমাথায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেন বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব জিয়াউল হক।
জেলা প্রশাসকের সাথে নিসচা নেতৃবৃন্দ সাক্ষাৎ করার আগে নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির আয়োজনে দুপুরে জলেশ্বরীলাস্থ পদ্মা ফুডস এ জরুরী কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রোটারিয়ান মো. মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উৎযাপন উপলক্ষে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ এর সঞ্চালনায় সপ্তাহব্যাপী কর্মসুচী নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জনাব মো.আমজাদ হোসেন মিন্টু, সহ-সভাপতি জনাব আব্দুস সালাম বাবু, অর্থ সম্পাদক জনাব মীর্জা শাহ রেজা, প্রচার সম্পাদক জনাব গোলাম রব্বানী শিপন, নির্বাহী সদস্য রওনক হাসান, ইমরান তালুকদার, সেলিম হোসেন, জাকির হোসেন, নাজমুল হুদা, মেহেরুল ইসলাম প্রমুখ।
সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে আগামীকাল ২১ অক্টোবর রোজ বুধবার সকাল ১১.৩০ ঘটিকায় ঐতিহাসিক সাতমাথায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলেই সড়ক দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে: বগুড়া জেলা প্রশাসক
The short URL of the present article is: https://www.nirapadnews.com/c56p
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন