নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির অনুমোদনে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি শাখার ২০২৫-২০২৭ মেয়াদের জন্য ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন একেএম ফজলুল হক জোয়ারদার, এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মোয়াজ্জেম হোসেন।
নতুন এই আহ্বায়ক কমিটিতে আরও রয়েছেন কটিয়াদি উপজেলার বিভিন্ন পর্যায়ের সচেতন ও সেবাপ্রাণ ব্যক্তিরা।
কমিটিতে ৫ জন বিশিষ্ট ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবেন।
নিরাপদ সড়ক চাই (নিসচা) কটিয়াদি শাখার পক্ষ থেকে জানানো হয়, নতুন এই কমিটি আগামী দুই বছর (২০২৫-২০২৭) এলাকায় সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, শিক্ষামূলক কর্মসূচি এবং দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগ গ্রহণে সক্রিয় ভূমিকা রাখবে।
নিসচা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ কমিটি অনুমোদন এর কপি উক্ত কমিটির নেতৃবৃন্দদের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান।
এসময় ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “সড়ককে নিরাপদ করতে সবাইকে নিয়ে কাজ করতে হবে। এই কমিটি কটিয়াদিতে নিসচার কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমি আশাবাদী।”
নতুন কমিটির প্রতি শুভকামনা ও সাফল্য কামনা করছে ‘নিরাপদ সড়ক চাই’ পরিবার।