নিরাপদ সড়ক চাই ঠাকুরগাঁও জেলা কমিটির আয়োজনে “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” শ্লোগানকে সামনে রেখে আজ সকালে ঠাকুরগাঁওয়ের সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।
কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—নিসচা ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট জাহিদ ইকবাল, সহ-সভাপতি মাসুদ আহম্মেদ সুবর্ণ, সাধারণ সম্পাদক ননীগোপাল বর্মন, দপ্তর সম্পাদক গোলাম রসুল, নির্বাহী সদস্য আবু সায়েম হিমেল, মাদ্রাসার সহকারী শিক্ষক নুর ই আলম এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আবুল হাসান ত্বহা।
নিসচার নেতৃবৃন্দ বলেন, শুধু সড়ক নিরাপত্তা নয়, পরিবেশ সুরক্ষা ও সচেতনতাও নিরাপদ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।