নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে এক অসহায় পরিবারকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ বুধবার ২৪ সেপ্টেম্বর সন্ধা ৭ টায় বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের মোসা: সাফিয়া বেগম নামের এক অসহায় নারীকে এই সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির সভাপতি মো: রুহুল আমিন, সহ-সভাপতি মো: হাবিবুর রহমান চৌধুরী মামুন, প্রচার সম্পাদক রবীন্দ্রনাথ রবীন, দূর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক এস.এম রুবেল মাহমুদ, ক্রীড়া সম্পাদক মো: আকতার হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মো: শহিদুল ইসলামসহ অন্যান্যরা।
এ বিষয় সভাপতি মো: রুহুল আমিন বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বরিশালে আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, বৃক্ষ রোপণ কর্মসূচি পালনসহ ৫ টি কর্মসূচি হাতে নিয়েছি।
তিনি আরও বলেন, যেহেতু নিসচা একটি সেচ্ছাসেবী সংগঠন সুতরাং মানবিক কাজ করাই আমাদের অন্যতম লক্ষ ও উদ্দেশ্য। আমরা সড়কে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছি এবং আগামীতেও আমাদের এই কাজের ধারা অব্যাহত থাকবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/m0no
