খান মহিদুল ইসলাম: খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় (নিসচা’) উপদেষ্টা, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন কে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বুধবার ১৩ আগষ্ট সকাল সাড়ে ১০ টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার উদ্দগ্যে উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে এ সম্মাননা স্মারক ও নিসচা কেন্দ্রীয় প্রেরিত নিরাপদ (স্বারক) বই প্রদান করা হয়। উল্লেখ্য বর্তমান সময় ডুমুরিয়া উপজেলার সকল শ্রেণীর পেশার মানুষের কাছে সবথেকে জনপ্রিয় ব্যক্তি ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।
৫ আগস্টের পরবর্তী সময় থেকে ডুমুরিয়া উপজেলার অত্যন্ত অঞ্চলে গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে তাঁদের সকল প্রকার অন্যায়,জুলুম থেকে সুরক্ষা দিয়ে চলেছেন। সর্বোপরি ডুমুরিয়া উপজেলার বিভিন্ন অঞ্চলের পানিবন্দী মানুষের জন্য পানি নিষ্কাশনের বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করায় ডুমুরিয়া উপজেলার সকল মানুষের কাছে প্রশংসিত হয়েছেন।
সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (নিসচা)ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাইউম জমাদ্দার, শেখ এনায়েত হোসেন, পৃষ্ঠপোষক অ্যাডভোকেট আলমগীর কবির,সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, সহ-সভাপতি গাজী আব্দুল আজিজ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল,যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, কার্যকরী সদস্য শাহারুজ্জামান সবুজ , মোঃ হোসাইন খান,এম এ জলিল, আব্দুর রহমান ব্যাপারী, জুয়েল বিশ্বাস, আলিমুল ইসলাম, খান মুজাহিদুল ইসলাম সেতু, গোপাল, আলিমুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।