“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” সারাদেশের মতোই আজ ২২ অক্টোবর, বগুড়ায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা শাখা দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
দিবসের প্রথম পর্বে নিসচা নেতৃবৃন্দ অংশ নেন বিআরটিএ বগুড়া সার্কেল ও হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের আয়োজনে অনুষ্ঠিত র্যালি ও সেমিনারে। সেখানে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শহিদ উল্লাহ সভাপতিত্ব করেন।
পরবর্তীতে বিকেল ৪টায় নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার আয়োজনে নিজস্ব র্যালি অনুষ্ঠিত হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ের সামনে শেষ হয়। র্যালি শেষে জাহানারা কাঞ্চন-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে, ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা এবং দেশের সকল সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শহিদ উল্লাহ। তিনি বলেন — “সড়ক নিরাপত্তা শুধু পুলিশের কাজ নয়, এটি একটি সামাজিক আন্দোলন। প্রত্যেকে নিজের দায়িত্ববোধ থেকে সচেতন হলে দুর্ঘটনামুক্ত সড়ক বাস্তবায়ন সম্ভব।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিসচা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ।
এ সময় উপস্থিত ছিলেন — যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমরান তালুকদার নিপু, আইন বিষয়ক সম্পাদক আরমান হোসেন ডলার, এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য গফুর, আমিন, আবু রায়হান, রায়হান, মমিন প্রমুখ।
নিসচার নেতৃবৃন্দ বলেন, চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের দীর্ঘ সংগ্রামের ফলেই আজ বাংলাদেশে সড়ক নিরাপত্তা একটি জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে। তারা সবাই চেয়ারম্যানের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সচেতনতার মাধ্যমে দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।