মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন সম্পদের ক্ষতি এ প্রতিপাদ্য নিয়ে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস কে সামনে রেখে নিসচা কেন্দ্রীয় কমিটির নির্দেশনা নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখা মাসব্যাপী বিভিন্ন সচেতনতা মূল প্রোগ্রাম এর অংশ হিসেবে আজ ১৩ অক্টোবর রোজ সোমবার ৪ ঘটিকায় নিসচা কমলগঞ্জ শাখা কমলগঞ্জ উপজেলা ভানুগাছ চৌমুহনী তে সচেতন মূল লিফলেট বিতরণ ও যানজট নিরসনে টাফিক ক্যাম্পিং পরিচালনা করা হয়।
উক্ত প্রোগ্রাম উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম,বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মাও নুরুল মুত্তাকীন জুনায়েদ, নিসচা কমলগঞ্জ শাখার পৃষ্ঠা পোষক, ভানুগাছ বণিক সমিতির সহ-সভাপতি মামুনুর রশিদ, নিসচা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত, নিসচা কমলগঞ্জ শাখার পৃষ্ঠা পোষক মাও খালেদ আহমেদ শাওক্বী, ভানুগাছ CNG পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, শ্রমিক নেতা আবুল বাশার, নিসচা সদস্য রাজন আহমদ সহ অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় নিসচা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে মাসব্যাপী নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন এলাকায় সচেতন মূল বিভিন্ন কর্মসূচি পালন করবে।