২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস কে সামনে রেখে মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলা নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার মাসব্যাপী বিভিন্ন সচেতনতা মূল কর্মসূচির মধ্যে আজ ১৫ অক্টোবর রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় কমলগঞ্জ উপজেলার তেতই গাও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সকল শিক্ষক মন্ডলীদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বর্তমান সময়ে কমলগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনার হার বৃদ্ধি পাওয়ায় উক্ত বিদ্যালয়ের প্রায় ১১ শত ছাত্র-ছাত্রী
রয়েছে তাদের কে রাস্তায় চলাচলে নিয়ম ও বিভিন্ন সচেতনতা দিক সম্পর্কে শিক্ষকদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রাম প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম,আর বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক কামাল আহমদ সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।
উক্ত প্রোগ্রাম সবাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সচেতন বিভিন্ন নিয়ে আলোচনা করেন । রাস্তায় চলাফেরা ও পারাপারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।