English

19 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫
- Advertisement -

নিসচা কানাডার অর্থায়নে উত্তরায় সড়ক দুর্ঘটনায় পঙ্গু মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ

- Advertisements -

নিরাপদ সড়ক চাই (নিসচা) কানাডা শাখার অর্থায়নে এবং নিসচা উত্তরা শাখার সার্বিক সহযোগিতায় সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়া ১৭ জন অসহায় ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে অবস্থিত রুহ ইন্টারন্যাশনাল স্কুলে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাহিদ হোসেন। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি। নিসচার মতো সংগঠনগুলো মানবিক সহায়তার পাশাপাশি নিরাপদ সড়ক আন্দোলনে যে ভূমিকা রাখছে, তা অত্যন্ত প্রশংসনীয়।”

নিসচা উত্তরা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এ কে এম গোলাম কবির ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিসচা কানাডা শাখার সহ-সভাপতি নাহিদ বেলি, কার্যনির্বাহী সদস্য মাকসুদা খাতুন, ঢাকা স্পেশালিস্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।

অনুষ্ঠানে হুইলচেয়ার বিতরণের পাশাপাশি সড়ক নিরাপত্তা বিষয়ে সংক্ষিপ্ত সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।

এছাড়া একজন বুয়েট শিক্ষার্থীসহ দুইজনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। নিসচা দীর্ঘদিন ধরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করে আসছে। এর আগে গত ৮ ডিসেম্বর বগুড়ায়ও হুইলচেয়ার বিতরণ করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lyuy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন