জসিম উদ্দিন, জুড়ী উপজেলা প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখা ও বিভিন্ন শ্রমিক শাখার উদ্যেগে মে দিবস পালিত ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।আজ (১ মে ২০২৫) বৃহস্পতিবার জুড়ী সদরের নাইট চৌমুহনী হতে জুড়ী উপজেলার প্রধান সড়কগুলোতে র্যালি হয় হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ,জুড়ী উপজেলার প্রশাসন,ও বিভিন্ন শ্রমিক শাখার সভাপতি, সম্পাদক ও সাধারণ শ্রমিকবৃন্দ।র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শ্রমিক শাখার সভাপতি জনাব আব্দুল করিমের সভাপতিত্বে ও নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার সহ সভাপতি সিরাজুল ইসলাম জসিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফ,সাধারন সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সহ সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত,সহ সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত,সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফখরুল আবেদীন রুবেল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাহিদ,অর্থসম্পাদক জসিম উদ্দিনসহ বিভিন্ন শ্রমিক শাখার সভাপতি সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।আলোচনা সভায় মালিকগণকে তাদের অধীনস্থ সকল শ্রমিকের ন্যায্য মজুরি ও কর্মঘন্টা সঠিক রাখার জন্য অনুরোধ করা হয়।