জসিম উদ্দিন: নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার উদ্যোগে ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসুচির শুভ উদ্বোধন ও ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১ম পর্যায়ে আজ বুধবার (১ অক্টোবর ২০২৫) দুর্গা পূজা উপলক্ষে জনজীবনের নিরাপদ যাতায়াতের লক্ষে জুড়ী উপজেলার বিভিন্ন সড়কে নিসচার সকল সদস্যের উপস্থিতিতে ট্রাফিক ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।
নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সহ-সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত, জুড়ী কোয়াবের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, হারুনুর রশিদ হিরা, ইলিয়াস আহমদ, নয়ন মিয়া সহ অন্যান্য ব্যক্তিবর্গ।