এম জামাল হোসেন মন্ডল: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের রান্ধুনী বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) টংগিবাড়ী উপজেলা শাখার আয়োজনে শিক্ষার্থী সমাবেশ, সচেতনতামূলক আলোচনা, ভিডিও চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা টংগিবাড়ী উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহরিয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন নিসচা টংগিবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুম হোসেন অপু।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। বক্তারা বলেন,
“সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ছোটবেলা থেকেই শিশু-কিশোরদের ট্রাফিক আইন সম্পর্কে জানাতে হবে এবং নিজেদের দায়িত্ববোধ তৈরি করতে হবে।”
পরিশেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন নিসচা টংগিবাড়ী শাখার নেতৃবৃন্দ— মাসুদ হোসেন বেপারী, আঃ ছাত্তার নয়ন, আক্কাস বেপারী, কাজী তামিম এবং বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।