টংগিবাড়ী প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই (নিসচা) টংগিবাড়ী উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির সফল সমাপ্তি ও সংগঠনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পরিপূর্ণ সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর বাদ মাগরিব টংগিবাড়ীতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারী।
প্রধান অতিথি ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও উপজেলা শাখার উপদেষ্টা এম জামাল হোসেন মণ্ডল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মাসুম হোসেন অপু।
মাসব্যাপী কর্মসূচির আওতায় নিসচা টংগিবাড়ী শাখা বিভিন্ন স্কুলে শিক্ষার্থী সমাবেশ, কুইজ প্রতিযোগিতা, জনসচেতনতা রোড প্রোগ্রাম, সড়কে রোড সাইন ও জেব্রা ক্রসিং স্থাপন, চাকল প্রশিক্ষণ, বাস-ট্রাক ও সিএনজি চালক-মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভাসহ নানা কার্যক্রম সম্পন্ন করে।
দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “নিরাপদ সড়ক আন্দোলনের প্রবর্তক ইলিয়াস কাঞ্চন আমাদের অনুপ্রেরণা। তাঁর সুস্থতা কামনা করছি এবং তাঁর নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনকে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মোঃ মাসুদ বেপারী, সংগঠনিক সম্পাদক আঃ ছাত্তার নয়ন বেপারী, সমাজকল্যাণ সম্পাদক বাবুল শেখ, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস, কার্যকরী সদস্য আক্কাস বেপারী, কাজী তামিম, ইয়াসিন শেখ, ছায়েন মুন্সি, সামিম মাঝী, মনির মোল্লা প্রমুখ।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নিসচা টংগিবাড়ী শাখার মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

