English

27 C
Dhaka
সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
- Advertisement -

নিসচা টংগিবাড়ী শাখার সচেতনতামূলক শিক্ষার্থী সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

- Advertisements -

এম জামাল হোসেন মণ্ডল: মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) টংগিবাড়ী উপজেলা শাখার আয়োজনে সচেতনতামূলক শিক্ষার্থী সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

আজ ১৩ অক্টোবর, সোমবার সকাল ১১টায়, উপজেলার বেতকা ইউনিয়নের বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এটি অক্টোবর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয় “জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫” উপলক্ষে।

অনুষ্ঠানে ভিডিও চিত্রের মাধ্যমে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।
এছাড়াও অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা।

এই বছরের প্রতিপাদ্য ছিল —“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।” পরিশেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই টংগিবাড়ী উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মাসুম হোসেন অপু।

এসময় উপস্থিত ছিলেন — নিসচার নেতা মাসুদ হোসেন বেপারী, আঃ ছাত্তার নয়ন, আক্কাস বেপারী, কাজী তামিম,
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “শিশুদের ছোটবেলা থেকেই সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করা গেলে ভবিষ্যতে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। নিরাপদ সড়ক আন্দোলনের সাফল্যের জন্য শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fo45
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

ফারিণ আসছেন নতুন পরিচয়ে

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন