নিজস্ব প্রতিবেদক: ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভৈরবের চন্ডিবের ব্লু-বার্ড স্কুলে শিক্ষার্থী-শিক্ষক সমাবেশ, আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শন, লিফলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা ভৈরব শাখার সহ-সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন রবীন। নিসচা ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিনের সার্বিক পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, সভাপতি উপজেলা বিএনপি ও উপদেষ্টা, নিসচা ভৈরব শাখা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ সাহাবুর রহমান, অফিসার ইনচার্জ, ভৈরব হাইওয়ে থানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াহিদা আমিন পলি, প্রধান শিক্ষক, ব্লু-বার্ড হাই স্কুল;
এবং মোঃ দেলোয়ার হোসেন সুজন, আহ্বায়ক, উদযাপন কমিটি ও সহ-সাধারণ সম্পাদক, নিসচা ভৈরব শাখা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ জাকির হোসেন বিএসসি। এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নিসচার প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোঃ সুমন মোল্লা, নিসচা সদস্য ড্রাইভিং প্রশিক্ষক আবেদ হোসেন পলাশ, ব্লু-বার্ড স্কুলের সহকারী প্রধান শিক্ষক প্রিয়াঙ্কা, ও শিক্ষার্থী আয়েশা আক্তার অর্পিতা।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ব্লু-বার্ড স্কুলের শিক্ষক মোঃ মারুফ। অনুষ্ঠানে শোক প্রস্তাব উপস্থাপন করেন নিসচার সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি।
এ বছরের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য ঘোষণা করা হয় —
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।”
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারী সবাইকে সচেতন হতে হবে।
হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা এবং মানসম্মত গতি বজায় রাখলে প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নির্মিত একটি তথ্যচিত্র (ডকুমেন্টারী) প্রদর্শন করা হয় এবং উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন নিসচা সদস্য তাসলিমা খাতুন লিছা,সানিয়া আক্তার, দীপা বেগম,ও সিয়ামা আক্তার।
পরবর্তীতে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি মহোদয়গণ।
সমাপনী বক্তব্যে সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন রবীন বলেন, “নিরাপদ সড়ক নির্মাণে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।
আমাদের প্রতিজ্ঞা — ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়।’”
অনুষ্ঠানে ব্লু-বার্ড স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, নিসচা ভৈরব শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা সড়ক আন্দোলনে অসামান্য অবদানের জন্য পর পর তিনবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের পুরস্কারে ভূষিত হয়েছেন। এ বছর নিসচা আগামী ২৫ অক্টোবর রজত জয়ন্তী উদযাপন করবে