জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলায় সড়কের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে সহায়তা প্রদানসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় বাস্তবায়নের লক্ষ্যে নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা কমিটির লিফলেট বিতরণের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন।
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করার লক্ষ্যে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যাগে মুন্সীগঞ্জ সদরের কাচারি চত্বরের রোডে বুধবার বিকালে চালক ও পথচারীদের সচেতন করার লক্ষ্যে ক্যাম্পেইন ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মীর বাছিরউদ্দিন জুয়েল, নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো: জিয়াউর রহমান জীবন, আতিকুর রহমান নান্নু, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন রাজ মল্লিক, দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম,প্রকাশনা সম্পাদক মাহবুব আলম জয়, আইন সম্পাদক এড. জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, যুব বিষয়ক সম্পাদক মোঃ লিটন শেখ, কার্যকরী সদস্য শিশির রহমান, গোলাম আশরাফ খান উজ্জ্বল, আব্দুল কাইউম রতন, কামাল হোসেন,মোঃ জাহান শরীফ, মোঃ মাওলাদ হোসেন মোল্লা ও মোঃ নাজমুল হাসান মুন্সি প্রমুখ।