নিরাপদ সড়ক চাই (নিসচা) এবং মোহাম্মদপুর বিআরটিসি বাস ডিপো পরিচালনা কমিটির উদ্যোগে পরিবহন শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) মোহাম্মদপুর অঞ্চল এর আহবায়ক সাংবাদিক ও গবেষক আ ফ ম মশিউর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শাহীন এর নেতৃত্বে অনুষ্ঠিত পরিবহন শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রবিউল ইসলাম রুবেল।
সার্বিক সহযোগিতা করেছেন বিআরটিসি মোহাম্মদপুর বাস ডিপোর ম্যানেজার দীপন চাকমা ও ট্রাফিক প্রধান আব্দুল ওয়াহাব।
আরো উপস্থিত ছিলেন আমাদের মোহাম্মদপুর সামাজিক সংগঠন এর সভাপতি ইসমাইল পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক আলী আহমদ মজুমদার, সাইফুর রহমান, শ্রমিক নেতা অহিদুর রহমান, বিআরটিসি বাস ডিপো পরিচালনা কমিটির সদস্য আব্দুল হামিদ, আবুল কালাম আজাদ রিপন, মজনু মোল্লা আরিফ এবং বিআরটিসির ইমরান, মজিবুর রহমান, রুবেল,জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীবৃন্দ। শীতের উপহার প্রদানকালে নেতৃবৃন্দ বক্তব্যে বলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) সবসময় পরিবহন শ্রমিকদের সঙ্গে তাদের পাশে রয়েছে। এ ধরণের আয়োজন নিয়মিতই করা হবে বলে তারা আশ্বাস দেন। উক্ত আয়োজনে মিডিয়া পার্টনার ছিল দি ক্যাম্পাস মিরর ও দৈনিক রাহবার।
