আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নিসচা রাজশাহী জেলা শাখার কার্যালয় প্রাঙ্গণে।
সভায় উপস্থিত ছিলেন—নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাড. তৌফিক আহসান টিটু, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম, সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য আজমিরা আক্তার পাপিয়া, সদস্য সাগর, মিজান, মেরিনা, সময় প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ।
ভিডিও প্রদর্শনের মাধ্যমে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা সবার মাঝে ছড়িয়ে দিতে এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।