জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই এর সারামাসব ̈াপী কেন্দধীয়ভাবে গৃহীত নানান কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীতে আজ শুμবার (২৪ অক্টোবর, ২০২৫ইং) সড়কে যান চলাচলে বিঘœতা
সৃষ্টিকারী সড়কের মদ্ধে চলে আসা অপধয়জনীয় গাছের ডাল কর্তন, টধাফিক সাইন সম্বলিত হেলে যাওয়া মেটাল পোষ্ট সোজা করা এবং সড়ক নিরাপত্তা বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী
জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি বা ̄Íবায়ন করা হয়।
রাজশাহী জেলার অন্তর্গত পবা উপজেলার দারুসা রোডে বিকাল ৪ টায় দুইটি টধাফিক সাইন সম্বলিত মেটাল পোষ্ট
হেলে ছিল, সে ̧লোকে সড়কযোদ্ধারা সম্মিলিতভাবে পুনরায় সোজা করে এবং সেই রোডে যান চলাচলে বিঘœতা
সৃষ্টিকারী সড়কের মদ্ধে চলে আসা কিছু অপধয়জনীয় গাছের ডাল কর্তনও করা হয়।
পরে সন্ধয় নগরীর সিএন্ডবি মোড় সংলগ্ন জুলাই৩৬ মঞ্চে সড়ক নিরাপত্তা বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার সভাপতি এড. তৌফিক আহসান টিটুর সভাপতিত্বে আরো
উপি ̄’ত ছিলেন সংগঠনটির সহ-সাধারন সম্পাদক প্রকৌ. আরিফুল ইসলাম আরিফ, সহ-সাধারণ সম্পাদক সাবান
আলী দিলীপ, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, কার্যকরী সদস ̈ সবুজ আলী, সাধারণ
সদস ̈ আজমিরা আ৩ার পাপয়িা, প্রকৌ. মো: আবু সুফিয়ান সাগর, মিজান, মেরিনা, প্রমুখ।
