ইসমাইল হোসেন, সাভার থেকে: নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের স্বপ্ন দ্রষ্টা ও প্রতিষ্ঠাতা, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে নিসচার সাভার উপজেলা শাখার সভাপতি, সহ সভাপতিবৃন্দ, সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় নিসচা সভাপতি বলেন, ইলিয়াস কাঞ্চন শুধু চলচ্চিত্রের একজন মহান শিল্পী নন, তিনি সড়ক নিরাপত্তা আন্দোলনের প্রাণপুরুষ। তাঁর দীর্ঘদিনের আন্দোলন আজ দেশের প্রতিটি মানুষের মধ্যে নিরাপদ সড়কের দাবি জাগিয়ে তুলেছে। সেই সাথে মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থ জীবন কামনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত সবাই ইলিয়াস কাঞ্চনের দীর্ঘায়ু ও কর্মক্ষমতা বজায় রাখার জন্য বিশেষভাবে প্রার্থনা করেন, যাতে তিনি আগামীতেও জাতির কল্যাণে কাজ করে যেতে পারেন।