নোয়াখালী প্রতিনিধিঃ ”সড়ক আইন মেনে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ স্লোগানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নোয়াখালীতে পালিত হয়েছে ’জাতীয় নিরাপদ সড়ক দিবস”।
রোববার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী শাখা দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবেক বক্তৃতা করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ, সিভিল সার্জন ডা:মাসুম ইফতেখার, বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন নিরাপদ সড়ক চাই প্রমুখ নোয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ।
এর আগে, নোয়াখালী জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। র্যালি ও আলোচনা সভায় “নিরাপদ সড়ক চাই” নোয়াখালী জেলা শাখার সকল সদস্য অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা চালকদের স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব আরোপ করেন। এ ছাড়াও পথচারীদের সড়কে আইন মেনে চলার আহ্বান জানান।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/r10l