English

26.2 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

প্রধানমন্ত্রীর বরাবর লক্ষ্মীপুর নিসচা’র স্মারকলিপি প্রদান

- Advertisements -

লক্ষ্মীপুর প্রতিনিধি: সড়ক নিরাপদ আইন-২০১৮ এর বিধিমালা চূড়ান্ত করণ ও অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন তাঁর কার্যালয়ের সামনে স্মারকলিপি গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- নিসচা চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, সহ-সভাপতি গৌতম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম বিত্ত, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শিল্পী রানী পাল, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক মো. ইমরান হোসেন, সদস্য মিনহাজুর রহমান বিনতু, সদস্য কামরুল ইসলাম রিপন, সদস্য মোক্তার হোসেনসহ অন্যান্যরা।

একই সময় নিরাপদ সড়ক চাই লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকেও স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর-ই আলম স্মারকলিপি গ্রহণ করেন। এসময় নিসচা জেলা শাখার সভাপতি অধ্যাপক কার্তিক রঞ্জন সেনগুপ্ত, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সহ-সভাপতি সেলিম উদ্দিন নিজামীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত; সড়ক নিরাপদ আইন-২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে বিধিমালা চূড়ান্ত করণ ও অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়। উক্ত কর্মসূচির আলোকে নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কেন্দ্রীয় কমিটির নির্দেশে সোমবার সারাদেশে একই সময়ে একযোগে স্মারকলিপি প্রদান করা হয়। সারাদেশে নিসচা’র সাংগঠনিক শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে স্মারকলিপি গ্রহণ করেন বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার মহোদয়, জেলা পর্যায়ে ডিসি মহোদয় এবং উপজেলা পর্যায়ে ইউএনও মহোদয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ctx4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন