গোলাম রব্বানী শিপন, বগুড়াঃ বগুড়ায় সড়ক দুর্ঘটনারোধে নিরাপদ সড়ক চাই এর সচেতন মূলক জনসভা ও দুঃস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বগুড়ার গাবতলী উপজেলার তকি’র বকুল তলা ফাউন্ডেশনের বিশিষ্ট তরুন সমাজ সেবক ও বগুড়া নিরাপদ সড়ক চাই এর অন্যতম সদস্য- আক্কাছ আলীর সার্বিক সহযোগীতা ও নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার আয়োজনে জাতহলিদা হাফেজিয়া এতিমখানা ও দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
আক্কাছ আলীর সঞ্চালনায় প্রথমে সভা উদ্বোধন করেন, বীর মুক্তিযুদ্ধা আব্দুল আজিজ।
গাবতলি উপজেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ সুপার বগুড়ার রিজিওয়ান শহিদ উল্লাহ (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতি প্রাপ্ত)।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা শুধু সড়ক নিরাপত্তা বিষয় আলোচনা ও সচেতনতা নিয়ে শহরে কাজ করি। কিন্তু গ্রামের মানুষদের পাই না। আজ প্রান্তিক পার্যায়ে নিরাপদ সড়ক চাই এর এ ব্যতিক্রম আয়োজন সত্যি প্রশংসার দাবি রাখে। দেশের স্বনামধন্য সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)। একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের এই উদ্যোগ দেশবাসীর মাঝে নিরাপদ সড়কের বিষয়ে সচেতনতার বার্তা এটা শহর থেকে গ্রাম পর্যায়ে পৌঁছেছে।
এতে বক্তারা আরও বলেন, আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি প্রয়াত জাহানারা কাঞ্চনকে, যার আত্মত্যাগে নিরাপদ সড়ক চাই সংগঠনের সূচনা। দেশব্যাপী ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে সামাজিক সচেতনতা সৃষ্টির প্রয়োজনে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১৯৯৩ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হয়েছিলো ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) নামে এই সংগঠনটি পরিচিত। নিরাপদ সড়ক চাই সংগঠন শুধু সড়ক নিয়েই কাজ করে না। তারা জনকল্যাণমুখী কাজ করে। যার দৃষ্টান্ত আজ অসহায় দুঃস্থ পরিবারদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা বিষয়ে সচেতনমুলক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নিসচা বগুড়া জেলার সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ।
বক্তব্যে তিনি বলেন, “সড়ক দুর্ঘটনা এটি একটি মানবসৃষ্ট বিপর্যয়। আমরা একটু সচেতন হলেই বহু প্রাণ রক্ষা করা সম্ভব। শুধু আইন দিয়ে নয়, মানুষকে সচেতন করেই দুর্ঘটনা রোধ করা সম্ভব।”
তিনি আরও বলেন, “নিসচা শুধু সড়ক নিরাপত্তা নিয়েই কাজ করছে না, আমরা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এবং সমাজের অসহায় মানুষের পাশেও দাঁড়ানোর চেষ্টা করছি। এ লক্ষ্যে আজ দুঃস্থ কিছু পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে, যাতে তারা স্বাবলম্বী হতে পারেন।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ এবং নিসচার স্বেচ্ছাসেবক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন, অর্থ বিষয় সম্পাদক জাহিদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান তালুকদার নিপু, রবিউল ইসলাম সোহাগ, আব্দুল গফুর, মমিন প্রমূখ।।
অনুষ্ঠানে ১টি দুঃস্থ পরিবারের হাতে ছাগল তুলে দেওয়া হয়, যা তাদের জীবিকায় সহায়ক হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
নিসচা বগুড়া জেলা শাখা আগামীতেও নিয়মিতভাবে এই ধরনের সচেতনতামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে।
জনসভা শেষে প্রধান অতিথি হাইওয়ে পুলিশ সুপার বগুড়ার রিজিওয়ান শহিদ উল্লাহ (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) ও নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দদের মাঝে তকি’র বকুল তলা সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
