তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের গতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে বড়লেখায় উপজেলা প্রশাসন ও জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র যৌথ উদ্যোগে নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় বর্ণাঢ্য র্যালী ও উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে ও নিসচা বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম।
আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির ফয়সল আহমদ, থানার এসআই দেবল সরকার।
এছাড়াও বক্তব্য দেন নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য মস্তুফা উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, নিসচার সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, সহ-দপ্তর সম্পাদক নয়ন চক্রবর্তী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক ছাদিকুর রহমান, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাহিনুর ইসলাম মাহিন, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবিদাস, কার্যনির্বাহী সদস্য আব্দুল হক, মাছুম আহমদ ছুনু, এমরান আহমদ, জাহাঙ্গীর আলম শানেল, প্রবীন্স সুচিয়াং, ফরহাদ আহমদ, মায়শাম ইকবাল, রাহেল আহমদ, এমরান আহমদ সামিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রিয়তমা সহধর্মিণী জাহানারা কাঞ্চনকে সড়কে হারিয়ে সেই শোককে শক্তিতে পরিণত করে গড়ে তোলেন নিরাপদ সড়ক চাই সামাজিক আন্দোলন। ‘সড়ক দুর্ঘটনা’ নিছক নিয়তি নয়, এটা মানবসৃষ্ট একটি ব্যাধি। এই ব্যাধি থেকে পরিত্রাণের জন্যই একলা ডিসেম্বর ১৯৯৩ সালে ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলনের জন্ম হয়েছে।
জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিসচার কার্যক্রম কারো বিরুদ্ধে নয়, এটা সামাজিক সংগঠন। সমাজের সকলকে নিয়ে নিসচা আন্দোলন করে যাচ্ছে। সকলের সহযোগিতা নিয়েই বাংলাদেশকে সড়ক দুর্ঘটনামুক্ত রাখতে নিসচা কর্মীরা অঙ্গীকারবদ্ধ।
এসময় সড়ক দুর্ঘটনারোধে শৃঙ্খলা ফেরাতে নিসচা নেতৃবৃন্দদের নিয়ে সড়ক নিরাপত্তা কমিটি ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অন্তর্ভুক্ত করার আশবাদ ব্যক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এদিকে সকাল ১০ টায় নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের নেতৃত্বে বড়লেখা পৌর শহরে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।